ফেসবুকে ঘোষণা দিয়ে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Myint Htwe
মিন্ত হেতে। ছবি: মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী মিন্ত হেতে।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে সহকর্মীদের উদ্দেশ্যে তিনি লিখেন, ‘আমি উদ্ভূত পরিস্থিতিতে এমওএইচএস (স্বাস্থ্য মন্ত্রণালয়) ত্যাগ করছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মিয়ানমারের জনগণের সেবা করে গেছেন।’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলমান রাখতে এবং ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা না পেলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র এবং ইনস্টিটিউটগুলোর উন্নয়নের ধারা বজায় রাখা যেত না।’

সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার এই বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

Myint Htwe Facebook.jpg
ফেসবুকে মিন্ত হেতের পদত্যাগের ঘোষণা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পদত্যাগের চিঠি মেইল করে দিয়েছেন জানিয়ে মিন্ত হেতে বলেন, ‘নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন এবং এই প্রতিপাদ্য মেনে চলবেন যে, ব্যায়ামই ওষুধ।’

এ ছাড়াও, দেশে বা বিদেশে অবস্থানরত সব বন্ধুদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago