কৃষক বিদ্রোহ: রাস্তা বন্ধ, দিল্লিতে তীব্র যানজট
দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলনের কারণে সেখানকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে। এরপর আজ মঙ্গলবার পুলিশ দিল্লির কয়েকটি রাস্তায় ব্যারিকেড দিলে রাজধানী শহরটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়ে বলেছে, কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দিল্লির সীমানায় অবস্থানকারী হাজার হাজার কৃষক নতুন করে সংকট সৃষ্টি করতে পারেন।
এতে আরও বলা হয়েছে, দিল্লির সীমানায় গাজীপুর-গাজীয়াবাদ, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে, এনএইচ-৯ ও এনএইচ-২৪ রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় মহানগরীর কেন্দ্র, পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিশেষ করে, এইএইচ-২৪ এর সব লেন বন্ধ করে দেওয়ায় দিল্লি পূর্ব অংশে গাড়িগুলো আটকে আছে।
দিল্লির ট্রাফিক পুলিশ টুইটারে বলেছে, ‘গাজীপুর সীমান্ত বন্ধ রয়েছে। গাড়িগুলোকে এনএইচ-২৪, এনএইচ-৯, ৫৬ ও ৫৭ এ সড়ক, কন্দলি, পেপার মার্কেট, টেলকো টি পয়েন্ট, ইডিএম মল, অক্ষরদম ও নিজামুদ্দিন খাত্তায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
‘বিকাশ মার্গ, আইপি এক্সটেনশন, এনএইচ ২৪ এলাকায় তীব্র যানজট রয়েছে’ উল্লেখ করে টুইটে আরও বলা হয়েছে, ‘দয়া করে অন্য সীমান্তের রাস্তাগুলো ব্যবহার করুন।’
দিল্লি সঙ্গে গাজীপুর সীমান্ত বন্ধ থাকায় বিকল্প সীমান্তগুলো হলো: আনন্দ বিহার, চিল্লা, ডিএনডি, অপ্সরা, ভোপরা ও লোনি সীমান্ত।
ট্রাফিক পুলিশ আরও জানিয়েছে, ‘দিল্লি সঙ্গে সিঙ্ঘু, সাবলি, পিয়াও মনিয়ারি সীমান্তও বন্ধ রয়েছে। তবে অওচান্দি, লামপুর, সফিয়াবাদ, সিঙ্ঘু স্কুল ও পাল্লা টোল ট্যাক্স সীমানাগুলো খোলা রয়েছে। সেসব বিকল্প সড়কগুলো ব্যবহারের অনুরোধও করা হয়েছে।
বলা হয়েছে, ‘ভীষণ যানজট। এনএইচ ৪৪ থেকে গাড়িগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। দয়া করে আওটার রিং রোড়, জিটিকে রোড় ও এনএইচ-৪৪ এড়িয়ে চলুন।’
আরও পড়ুন:
কৃষক বিদ্রোহ: পুলিশের ভয়ে গ্রাম ছাড়া লাল কেল্লার সেই যুবকের পরিবার
কৃষক বিদ্রোহ: ৮৬ পুলিশ আহত, ১৫ মামলা
কৃষক বিদ্রোহ: ‘আমাদের বার্তা পৌঁছে দিয়েছি’
কৃষক বিদ্রোহ: দিল্লিতে সহিংস বিক্ষোভ, ট্রাক্টর উল্টে নিহত ১
কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস
কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে
কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র্যালির অনুমতি
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা
কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’
বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন
কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ
কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে
কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান
কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে
কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’
ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন
কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান
Comments