দুই দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
বেনাপোল বন্দর দিয়ে দুই দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আবার সচল হয়েছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম।
ভারতের পেট্রাপোল বন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির ডাকা ৫ দফা দাবি মেনে নেওয়ায় তারা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছিল।
ফলে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়ে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ধর্মঘট আহ্বানকারীরা বাণিজ্য সচল করার জন্য রোববার ও সোমবার দফায় দফায় বৈঠক করে আসছিলেন প্রশাসনের সাথে। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় গত দুদিন কোনও পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেনি।
আজ সকাল থেকে ৮২ ট্রাক পণ্য আমদানি হয়েছে ও ২৯ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে ভারতে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক আমদানি হয় ও ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।
আরও পড়ুন-
বেনাপোল বন্দর: দ্বিতীয় দিনের মতো আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
Comments