চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারা থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
গতকাল সোমবার আনোয়ারার গহিরা দোভাষীর বাজার এলাকা থেকে মো. আলাউদ্দিন (২৭) কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ মিডিয়া সেলের সহকারী পরিচালক নুরুল আবছার।
তিনি জানান, বঙ্গোপসাগর ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান খালাস করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। র্যাবের একটি দল গহিরা দোভাষীর বাজার এলাকায় গেলে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আলাউদ্দিনকে ধরে ফেলে।
পরে আটককৃতের তথ্যে একটি দোকানের মাটির নিচ হতে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, জানান তিনি।
Comments