স্পিন বান্ধব উইকেট, তবু পেসারদের আগ্রাসী ভূমিকায় দেখছে উইন্ডিজ

kraigg brathwaite
ছবি: ফিরোজ আহমেদ

সংবাদ সম্মেলনের একদম শুরুতেই কৌতূহলটা মিটিয়ে ফেললেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। চট্টগ্রাম টেস্টের উইকেট আলাদা কিছু নয়,  হতে যাচ্ছে বাংলাদেশের চিরায়ত মন্থর, নিচু গতির স্পিন বান্ধব। তবে এমন উইকেটেও কেবল স্পিনারদের ঘূর্ণির দিকে তাকিয়ে নেই তারা। আগ্রাসী ভূমিকায় থেকে পেসাররাও ম্যাচে রাখবেন দারুণ প্রভাব।

আগের দিন কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন উইকেট সম্পর্কে এখনো ধারনা করতে পারেননি তারা। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাই প্রথম প্রশ্নই উইকেট ঘিরে। উইন্ডিজ অধিনায়ক তা নিয়ে দিলেন পরিষ্কার ধারণা,  ‘এটা শুষ্ক উইকেট। গতবারের চেয়ে আমার মনে হয় না খুব বেশি পার্থক্য আছে। বাউন্স খুব একটা পাওয়া যাবে না। বাংলাদেশের চিরায়ত উইকেট এটি।’

তবে এই স্পিন বান্ধব বাইশ গজেও পেসারদের ভূমিকা আছে বলে মনে করেন তিনি,  ‘স্পিনাররাই এই ম্যাচে নায়ক হতে যাচ্ছে। যেটা আমার সত্যিকারের মত। কিন্তু আমি তবুও মনে করি এখানে পেসারদের জন্যও সুবিধা আছে। প্রস্তুতি ম্যাচেও মন্থর উইকেটে খেলেছি, পেসাররা কিন্তু অনেক চাপ তৈরি করতে পেরেছিল।’

উইন্ডিজের পেস আক্রমণে আছেন শ্যানন গ্যাব্রিয়েল। গত সিরিজে এই রকমের উইকেটেও যিনি বাংলাদেশকে ভুগিয়েছিলেন। কেমার রোচ বরাবরই বাংলাদেশের চিন্তার কারণ। আছেন আলজেরি জোসেফও। এই পেসাররা মন্থর উইকেটেও আগ্রাসী ভূমিকা নেবেন বলে আশায় ব্র্যাথওয়েট,  ‘আগের মতই ভূমিকা থাকবে তাদের। অনেক গতিতে বল করতে পারে এমন বোলার আছে আমাদের। পেসাররাও তাই চাপ তৈরি করতে পারবে। হয়ত বল অনেক ঘুরবে। কিন্তু এরমাঝেও পেসাররা আগ্রাসী ভূমিকা নিয়ে প্রভাব ফেলবে।’

‘গত বছর দেড়েক ধরে আমাদের বোলাররা ভাল করছে। কিছু রান করতে পারলে তাদের জন্য দারুণ হবে। আমার মনে হয় এটাই উইন্ডিজের মূল জায়গা।’

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago