সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের ৭০ হাসপাতালে কর্মবিরতি

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারের ৩০টি শহরের ৭০টি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন।
Myanmar.jpg
সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে বেসামরিক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ছবি: দ্য ইরাবতি

সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারের ৩০টি শহরের ৭০টি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন।

আজ বুধবার ফেসবুকে বেসামরিক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এক বিবৃতি প্রকাশিত হয়।

সেই বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মহামারি চলাকালে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা বিবেচনায় না নিয়ে নিজ স্বার্থ উদ্ধারের জন্য সেনাবাহিনী এই অভ্যুত্থান ঘটিয়েছে।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীর আচরণে আমরা দেখতে পেয়েছি যে, আমাদের হতদরিদ্র রোগীদের জন্য তাদের কোনো সহানুভূতি নেই, তাই আমরা অবৈধ সামরিক শাসনের যেকোনো আদেশ প্রত্যাখ্যান করছি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago