আমাজনের সিইও’র পদ ছাড়ছেন জেফ বেজোস
বিশ্বের অন্যতম বৃহৎ ই-কর্মাস প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেফ বেজোস।
বিবিসি জানিয়েছে, প্রায় ৩০ বছর আগে আমাজন প্রতিষ্ঠা করেছিলেন বেজোস।
তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হতে যাচ্ছেন। এ সম্পর্কে বেজোস জানান, এতে তার অন্য উদ্যোগগুলোতে মনোনিবেশ করার জন্য তাকে ‘সময় ও শক্তি’ দেবে।
৫৭ বছর বয়সী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অ্যান্ডি জ্যাসি, যিনি আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমাজন জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই দায়িত্ব পরিবর্তনের কাজটি সম্পন্ন হবে।
গতকাল আমাজন কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বেজোস বলেন, ‘আমাজনের সিইও হওয়া একটি কঠিন দায়িত্ব। আপনার যখন এ ধরনের একটি দায়িত্ব থাকে, তখন অন্য কিছুতে মনোযোগ দেওয়া সত্যিই খুব কঠিন।’
তিনি আরও বলেন, ‘নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি আমাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগে নিয়োজিত থাকব। তবে নতুন দায়িত্বের প্রথম দিন থেকেই বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্য উদ্যোগগুলোতে আরও মনোনিবেশ করতে চাই।’
‘আমার খুব বেশি সামর্থ্য নেই এবং আমি অবসরে যাচ্ছি না। আমি আমার প্রতিষ্ঠানে কীভাবে প্রভাব ফেলতে পারি সে ব্যাপারগুলো নিয়েই চূড়ান্ত আগ্রহী’, যোগ করেন তিনি।
Comments