কৃষক বিদ্রোহ: রাজ্যসভায় হট্টগোল, ৩ আম আদমি সদস্য বহিষ্কার

(বাম থেকে) আম আদমি পার্টি’র রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং, এনডি গুপ্ত ও সুশীল কুমার গুপ্ত। ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলন নিয়ে দেশটির পার্লামেন্টের দুই কক্ষই উত্তপ্ত রয়েছে গত দুদিন থেকে। বিষয়টি নিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনার হওয়ার বিষয়ে সরকার ও বিরোধীরা একমত হয়েছিলেন। তাদের ঐক্যমতের ভিত্তিতে রাজ্যসভায় প্রশ্ন-উত্তর পর্ব দুই দিন পিছিয়ে কৃষক আন্দোলন নিয়ে ১৫ ঘণ্টা আলোচনার কথা।

কিন্তু, রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর এক ঘোষণায় সেখানে সৃষ্টি হয় তুমুল হট্টগোল। বেঙ্কাইয়া বলেছেন, কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হবে প্রেসিডেন্টের বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপনের পর।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যানের এমন ঘোষণায় সরকার-বিরোধীদের সমঝোতা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বেঙ্কাইয়া নাইডুর এমন ঘোষণার প্রতিবাদ জানান আম আদমি পার্টি’র (এএপি) রাজ্যসভার তিন সদস্য। তারা সেখানে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন।

সেসময় চেয়ারম্যান নাইডু তাদের শান্ত হতে বললেও তারা প্রতিবাদী স্লোগান দেন। এই হট্টগোলের কারণে নাইডু এএপি’র সদস্যদের অধিবেশনস্থল ছাড়ার নির্দেশ দেন। তিনি রাজ্যসভার প্রথম দিনের সভাও মুলতবি করেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান ২৫৫ রুল ব্যবহার করে এএপি’র তিন সদস্য— সঞ্জয় সিং, এডি গুপ্ত ও সুশীল কুমার গুপ্তকে অধিবেশন থেকে একদিনের জন্যে বহিষ্কার করেছেন।

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: ৮৬ পুলিশ আহত, ১৫ মামলা

কৃষক বিদ্রোহ: ‘আমাদের বার্তা পৌঁছে দিয়েছি’

কৃষক বিদ্রোহ: দিল্লিতে সহিংস বিক্ষোভ, ট্রাক্টর উল্টে নিহত ১

কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস

কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে

কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র‌্যালির অনুমতি

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা

কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

2h ago