নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী নিয়ে প্রতারণার অভিযোগ
বাংলাদেশি চলচ্চিত্রের দর্শকনন্দিত চিত্রনায়ক মান্না। দর্শক এখনও তার অভিনীত সিনেমা পছন্দ করেন। প্রয়াত এই নায়কের মৃত্যুবার্ষিকী আগামী ১৭ ফেব্রুয়ারি। এই দিনটিকে পুঁজি করে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
অভিনেতা মান্নার স্ত্রী শেলি মান্না দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘কয়েকজন আমাকে জানাল ফেসবুকে পান্না চৌধুরী নামের একজন “মান্না ফাউন্ডেশন”র নামে সদস্য সংগ্রহ ও মিলাদ মাহফিল আয়োজনের কথা বলছেন। তার বিষয়ে আমার কিছুই জানা নেই।’
‘ওই ব্যক্তি মান্না ফাউন্ডেশনের সদস্য হিসেবেও নেই। সবাইকে অনুরোধ করব আপনারা এমন কারও দ্বারা প্রতারিত হতে যাবেন না’, যোগ করেন তিনি।
শেলি মান্না আরও বলেন, ‘মান্নার বিষয়ে আসল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেজ “কৃতাঞ্জলি” ও ফেসবুক গ্রুপ “মান্না অফিসিয়াল”-এ। এর বাইরে কোনো তথ্য পেলে সেটি ভুয়া।’
Comments