আমির খান যে কারণে মোবাইল ফোন ছাড়ছেন

Aamir Khan
ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

বলিউড অভিনেতা আমির খান সাময়িকভাবে মোবাইল ফোন ব্যবহার ছাড়ছেন। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে তার ফোন।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজ জানিয়েছে ছবিটা মুক্তি না পাওয়া পর্যন্ত বাইরের কারো সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবেন না এই অভিনেতা।

তবে, জরুরি প্রয়োজনে আমির খানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা যাবে বলেও জানিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

বলিউড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারও সাময়িকভাবে বন্ধ রাখবেন উল্লেখ করে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন সিনেমাটি যাতে আলোচিত হয় তার জন্য সব কিছু করতে চাচ্ছেন তিনি।

এতে আরও বলা হয়েছে, ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং পরবর্তী কাজের পাশাপাশি বর্তমানে পরিবার নিয়েও ব্যস্ত রয়েছেন আমির খান। নিজের মতো করে সময় উদযাপন করার কারণে ছবি মুক্তির আগ পর্যন্ত মোবাইল ফোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না তিনি।

Comments

The Daily Star  | English
Starlink logo

Yunus approves Starlink's licence in Bangladesh

Bangladesh is the second country in South Asia, after Sri Lanka, to welcome Starlink

29m ago