খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থা আজ বুধবার কিছুটা ভালো। তবে, এখনো তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তিনি কোভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন।
আজ দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইব্রাহিম খালেদের প্রেসার স্বাভাবিক রাখার জন্য মিনিমাম সাপোর্ট দরকার হচ্ছে। অক্সিজেনও অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। তার কিডনি ফাংশনের যে অবনতি হয়েছিল, তারও কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় আজ তিনি বেশ ভালো আছেন। তবে, এখনো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
আরও পড়ুন:
Comments