মুমিনুল-সাদমানের বিদায়ে বাংলাদেশের অস্বস্তি
৪৯তম ওভার করতে এলেন জোমেল ওয়ারিকান। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনারের প্রথম ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে। কভার ড্রাইভ খেললেন থিতু হয়ে যাওয়া সাদমান ইসলাম। বল থামাতে ডাইভ দিলেন শ্যানন গ্যাব্রিয়েল। তবে নাগাল পেলেন না। বল চলে গেল সীমানার বাইরে। ওই চার দিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূরণ হলো সাদমানের। তার সঙ্গে অধিনায়ক মুমিনুল হকের জুটিটা জমেছিল বেশ। কিন্তু বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে চা বিরতির আগে সাজঘরে ফিরলেন দুজনই।
বুধবার দুদলের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান রান। ক্রিজে আছেন স্বাগতিকদের দুই ভরসা মুশফিকুর রহিম ৯ ও সাকিব আল হাসান ৩ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ২৯ ওভারে ৬৯ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও খেলা হলো আরও ২৯ ওভার। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটে আরও ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করল ৭১ রান।
দ্বিতীয় সেশনেও সাবধানী ব্যাটিং করে বাংলাদেশ। কিন্তু শেষ কয়েকটি ওভারে যেন ধৈর্যচ্যুতি ঘটে উইকেটে অনেকটা সময় কাটিয়ে দেওয়া মুমিনুল-সাদমানের! দুজনকেই আউট করেন ওয়ারিকান। মুমিনুল অন সাইডে বল মাটিতে রাখতে না পেরে বিদায় নেন। দারুণ একটি ক্যাচ নেন শর্ট মিড উইকেটে দাঁড়ানো জন ক্যাম্পবেল। তার ব্যাট থেকে আসে ৯৭ বলে ২৬ রান। তাতে ভাঙে ১৬৭ বলে ৫৩ রানের তৃতীয় উইকেট জুটি।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি ১৪ মাস পর টেস্ট খেলতে নামা সাদমানও। সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি তিনি। প্যাডে লাগায় আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ফলে ২০১৮ সালের অভিষেক টেস্টের পর ফের ফিফটির স্বাদ নেওয়া সাদমানকে ছাড়তে হয় মাঠ। তিনি ১৫৪ বলে ৬ চারে করেন ৫৯ রান। তবে পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প মিস করত। আইসিসির নতুন নিয়মে, তিনটি রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও কেন এই ব্যাটসম্যান তা নেননি কিংবা অপর প্রান্তে থাকা মুশফিক তাকে পরামর্শ দেননি, সেসব নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৮ ওভারে ১৪০/৪ (সাদমান ৫৯, তামিম ৯, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিক ৯*, সাকিব ৩*; রোচ ১/২২, গ্যাব্রিয়েল ০/৪০, কর্নওয়াল ০/২৯, মেয়ার্স ০/১৬, ওয়ারিকান ২/৩১)।
Comments