রোনালদো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে: পিরলো
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ফাইনালের পথে এক পা বাড়ানোর ম্যাচে জোড়া গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো ভাসছেন কোচ আন্দ্রেয়া পিরলোর প্রশংসায়।
মঙ্গলবার রাতে সান সিরোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে ইন্টারকে হারায় জুভরা। ম্যাচের নবম মিনিটেই লাউতারো মার্তিনেজের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের সমতায় ফেরানোর পর ৩৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন পর্তুগিজ তারকা রোনালদো।
গত মাসে সিরি আতে ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছিল আসরের শিরোপাধারী জুভেন্টাস। রোনালদোর নৈপুণ্যে সেটার মধুর প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার সুবাস পাচ্ছে দলটি। আগামী ১০ ফেব্রুয়ারি সেমির দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে জুভদের মাঠে।
দারুণ জয়ের পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী শিষ্যের গুণকীর্তন করে গণমাধ্যমের কাছে পিরলো বলেন, ‘সে (রোনালদো) দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। সে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছে।’
বরাবরের মতো চলতি মৌসুমেও গোলের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন রোনালদো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে করেছেন ২২ গোল। সিরি আতে ১৫ গোল নিয়ে তিনি আছেন গোলদাতাদের তালিকায় সবার উপরে।
ইন্টারের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে উঠিয়ে নেওয়া হয় রোনালদোকে। ইতালির হয়ে বিশ্বকাপ জেতা সাবেক ফুটবলার পিরলো নিজের এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন, ‘তাকে অনেক বেশি বেশি খেলতে হচ্ছে। আর সামনে আমাদের ব্যস্ত সূচি রয়েছে।’
‘আগামী শনিবার আমাদের (এএস) রোমার বিপক্ষে (সিরি আতে) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। তাই আমার মনে হয়েছে, তার একটু বিশ্রাম নেওয়া উচিত এবং কর্মশক্তি পুনরুদ্ধার করা উচিত।’
নিজেদের মাঠে ড্র হলেই কোপা ইতালিয়ার ফাইনালের টিকিট পাবে জুভেন্টাস। কিন্তু ৪১ বছর বয়সী পিরলো আবেগ নিয়ন্ত্রণ করে আছেন সতর্ক, ‘আমরা এখনও কিছু করে ফেলিনি। আমরা কেবল প্রথম লেগ জিতেছি। আমরা ম্যাচটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম।’
Comments