চার্চিলের আঁকা একমাত্র ছবি নিলামে তুলছেন জোলি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা ঐতিহাসিক ছবি ‘টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
গতকাল মঙ্গলবার সিএনএন জানায়, আগামী ১ মার্চ লন্ডনে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি এটিকে নিলামে তুলবে। এই পেইন্টিংয়ের দাম ২৫ লাখ পাউন্ড (প্রায় ২৯ কোটি টাকা) উঠতে পারে বলে আশা করেছেন জোলি।
১৯৪৩ সালের জানুয়ারিতে ক্যাসাব্লাঙ্কা কনফারেন্সের পর ছবিটি এঁকেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে মরক্কোর ওই ল্যান্ডস্কেপ এঁকেছিলেন তিনি। এটিই তার আঁকা একমাত্র পেইন্টিং। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে তিনি এটি উপহার দিয়েছিলেন।
২০১১ সাল থেকে এটি জোলির নিজস্ব শিল্পকর্মের সংগ্রহে ছিল। জোলি কীভাবে পেইন্টিংয়ের মালিকানা পেয়েছেন, তা এখনও অজানা।
নিলাম হাউস ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট ডিপার্টমেন্টের প্রধান নিক অরচার্ড বলেন, ‘যুদ্ধের সময় করা এটাই চার্চিলের একমাত্র কাজ।’
দুই নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির নেতাদের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ গ্রহণ করতে সম্মত হওয়ার পর ছবিটি আঁকা হয়েছিল। ১ মার্চ থেকে ছবিটি নিলামে উঠবে।
Comments