ইকোনমিস্টের গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৪ ধাপ অগ্রগতি
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ডেমোক্রেসি ইনডেক্স-২০২০ এ ৭৬তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় এই সূচকে চার ধাপ উন্নতি হলেও বাংলাদেশের সরকার ব্যবস্থাকে ‘হাইব্রিড রেজিম’ ক্যাটাগরিতেই রাখা হয়েছে।
ইআইইউ এর বিবেচনায়, বাংলাদেশ স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি অবস্থানে আছে, যেটা ‘হাইব্রিড রেজিম’ বা সংকর শাসনব্যবস্থা। এই শাসনব্যবস্থায় নির্বাচনে উল্লেখযোগ্য মাত্রায় জালিয়াতির ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ গণতন্ত্রের চেয়ে এখানে রাজনৈতিক সংস্কৃতি, সরকারের কর্মকাণ্ড ও রাজনৈতিক অংশগ্রহণে বড় ধরনের দুর্বলতা দেখা যায়।
হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য সম্পর্কে আরও বলা হয়, এই ব্যবস্থায় দুর্নীতি থাকে সর্বব্যাপী। সুশীল সমাজ হয় দুর্বল। পরাধীন বিচার ব্যবস্থায় সাংবাদিকদের হয়ারানি ও চাপের ভেতরে থাকতে হয়।
৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে ইআইইউর গণতন্ত্র সূচকে ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের মধ্যে ৭৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতবছর ৮০তম অবস্থানে থেকে এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮।
নির্বাচন ব্যবস্থায় বহুত্ববাদ, কার্যকর সরকারব্যবস্থা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও ব্যক্তি স্বাধীনতা-- এই পাঁচটি সূচককে বিবেচনায় নিয়ে বিশ্বজুড়ে গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করেছে লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের এই প্রতিষ্ঠানটি।
সর্বশেষ এই মূল্যায়নে ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে এবারও শীর্ষে রয়েছে নরওয়ে। অন্যদিকে মাত্র ১ দশমিক ০৮ স্কোর নিয়ে এবারও শেষে রয়েছে উত্তর কোরিয়া।
Comments