রিভিউ না নেওয়ার ব্যাখ্যা দিলেন সাদমান
টিভি রিপ্লে দেখলে যে কারো মুখ দিয়ে বেরিয়ে পড়বে, ‘এমন বোকামো কেউ করে?’ তিন তিনটা রিভিউ পড়ে আছে! থিতু হওয়া দিনের সেরা ব্যাটসম্যানের জন্য তার একটা কাজে লাগানো হবে না? বড় কিছুর আভাস দেওয়া সাদমান ইসলামের ৫৯ রানে আউটে কেবল তার দায়ই নয়, জড়িয়ে আছেন তখন অপর প্রান্তে থাকা মুশফিকুর রহিমও। যদিও দিনশেষে রিভিউ না নেওয়ার ব্যাখ্যায় নিজের উপরই দায় চাপালেন সাদমান।
বুধবার চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫৭তম ওভারের খেলা চলছে তখন। চা-বিরতির খুব একটা বাকি ছিল না। ১২৮ বলে ফিফটি করা ওপেনার সাদমান দিয়ে ফেলেছিলেন টেম্পারমেন্টের পরিচয়। তবে ফিফটি পার হওয়ার পরই দ্রুত রান আনার একটা অ্যাপ্রোচ দেখা যায় তার ভেতর। শ্যানন গ্যাব্রিয়েলের অনেক বাইরের বল তাড়া করে ব্যাটে লাগাতে পারেননি। পরে জোমেল ওয়ারিকানের বলে সুইপ খেলতে যান। পরাস্ত হওয়ায় জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।
মুশফিকের সঙ্গে আলোচনা করেও রিভিউ না নিয়ে ফিরে বেরিয়ে যান ১৫৪ বল খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান। যদিও রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পের উপর পিচড করে বেরিয়ে যাচ্ছিল লেগ স্টাম্পকে অনেকখানি ছাড়িয়ে। অর্থাৎ রিভিউ নিলেই বেঁচে যেতেন তিনি।
তবে রিভিউ না নেওয়ার ব্যাখ্যা দিলেন দিনের সফলতম ব্যাটসম্যান, ‘রিভিউ তো অবশ্যই নেওয়া উচিত ছিল। কিন্তু যখন ব্যাট করি, আমার মনে হয়েছে, (পিচড) ইন লাইন ছিল। উইকেট হিট করবে, সেজন্য আমি আর নিইনি।’
বল পিচড ইন লাইন থাকলেও টার্ন করে বেরিয়ে যাওয়ায় উইকেট মিস করেছে। সাদমানের ভুল হয়েছে সেখানেই। আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেই দেখেছেন হয়ে গেছে বিশাল ভুল। যা আর শোধরানোর উপায় নেই। হতাশা থাকলেও সাদমান বললেন, শেষ পর্যন্ত মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই, ‘হতাশ তো হওয়ারই কথা। কিন্তু এটা খেলার অংশ। মেনে নিতে হবে।’
এসব ক্ষেত্রে অপর প্রান্তের ব্যাটসম্যানেরই থাকে বড় ভূমিকা। বল কোনদিকে যাচ্ছে, তারই ভালো দেখার কথা। ওয়ারিকান বেশ অনেকক্ষণ ধরে বল করছিলেন। সবগুলো বলই বাঁহাতিদের বেলায় ব্যাটসম্যানের দিকে আসছিল। লেগ স্টাম্পে পড়লে লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যাচ্ছিল। সাদমান জানালেন, মুশফিককে তিনিই নেতিবাচক কথা বলেছিলেন, যাতে আর রিভিউ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি, ‘মুশফিক ভাই জিজ্ঞেস করেছেন কী হয়েছে। আমি বলেছি, ইন লাইন, হিট করবে। তাই আর নেওয়া হয়নি।’
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪২ রান করেছে বাংলাদেশ।
Comments