ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের ধাক্কা সামলে শ্রীলঙ্কা সফর দিয়ে গত বছরের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টিন সময় নিয়ে গোল বাঁধলে স্থগিত হয়ে যায় তিন টেস্টের সিরিজটি। ওই ঘটনার চার মাসের বেশি সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শ্রীলঙ্কাই আসবে বাংলাদেশ সফর করতে।

বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ। তবে দুই দেশের বোর্ডের মতপার্থক্যে পিছিয়ে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচের সিরিজটি কবে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

গণমাধ্যমের কাছে আকরাম বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। আমরা (ওই মাসেই) সেখানে যাচ্ছি না। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুন-জুলাইতে জিম্বাবুয়ে সফরের কথাও রয়েছে বাংলাদেশের। তবে সেটা নিয়েও দোলাচলের কথা জানান আকরাম, ‘জিম্বাবুয়েরটা এখনও নিশ্চিত না। হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই নিশ্চিত হব।… আর আমাদের দুইটা বোর্ডেরই সময়ের একটা ব্যাপার আছে। আমরা চিন্তাভাবনা করছি।’

করোনাভাইরাসের কারণে পরিবর্তিত বাস্তবতায় জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটারদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন এভাবে বন্দিদশায় কাটালে মানসিক চাপে পড়া অস্বাভাবিক নয়। তাই খেলোয়াড়দের কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি, ‘আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। বায়ো-বাবলটা খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ। তো এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্তি খেলা... খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ। তো সবকিছু বিবেচনা করেই আমরা সফরটা করছি।’

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

53m ago