অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
গাজীপুর এক তরুণীকে অভিনয়ের কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে কাশিমপুর থানায় অভিযোগ দায়ের পরই অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে এবং তারা কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার বাসিন্দা।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তরা ইউটিউব চ্যানেলে অভিনয়ের কথা বলে ঘটনার দিন বিকেলে ঐ তরুণীকে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত ঘরে ডেকে নেয়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। একপর্যায়ে কৌশলে ওই তরুণী পালিয়ে যায়। নিজেই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গতকাল রাতে ওই যুবকদের অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন তিনি।’
অভিযোগ পাওয়ার পরপরই ওই যুবকদের গ্রেপ্তার করা হয় এবং আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে যোগ করেন ওসি।
Comments