কোনো প্রোপাগান্ডা ভারতের ঐক্য বাধাগ্রস্ত করবে না: অমিত শাহ
ভারতে বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে চলমান কৃষক বিদ্রোহ নিয়ে আন্তর্জাতিক তারকাদের মন্তব্যকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, কোনো প্রোপাগান্ডা ভারতের ঐক্য বাধাগ্রস্ত করতে পারবে না।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
এর আগে, মঙ্গলবার পপ ও হলিউড তারকা রিয়ানা কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি সাড়া ফেলে। এর কয়েক ঘণ্টা পরে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে কৃষক আন্দোলনকে সমর্থনে টুইট করেন।
এর পরপরই আরও কিছু আন্তর্জাতিক নাম এই তালিকায় যুক্ত হয়। যারা কৃষক আন্দোলনকে সমর্থন দেন। একইসঙ্গে তারা ইন্টারনেট বন্ধ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাতিলের আহ্বান জানান।
No propaganda can deter India’s unity!
No propaganda can stop India to attain new heights!
Propaganda can not decide India’s fate only ‘Progress’ can.
India stands united and together to achieve progress.#IndiaAgainstPropaganda#IndiaTogether https://t.co/ZJXYzGieCt— Amit Shah (@AmitShah) February 3, 2021
এসব মন্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রোপাগান্ডা বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি ভারতের ঐক্যকে বাধাগ্রস্ত করবে না।
এক টুইটে তিনি বলেন, ‘কোনো প্রচারণা ভারতের ঐক্যে ফাটল ধরাবে না। কোনো প্রচারণাই ভারতকে নতুন উচ্চতায় পৌঁছাতে থামাতে পারবে না। প্রোপাগান্ডা ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারে না। অগ্রগতি অর্জনে ভারত ঐক্যবদ্ধ।’
Comments