ভারতের কৃষি আইনের পক্ষে যুক্তরাষ্ট্র

ভারত সরকারের নতুন কৃষি আইনের ফলে দেশের বাজার উপকৃত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ভারতে চলমান কৃষকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়।
কৃষকদের বিক্ষোভ | এপি ফাইল ফটো

ভারত সরকারের নতুন কৃষি আইনের ফলে দেশের বাজার উপকৃত হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ভারতে চলমান কৃষকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন মন্তব্যের মাধ্যমে মূলত বাইডেন প্রশাসন কৃষি আইন নিয়ে ভারত সরকারের পক্ষে সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছেন।

‘শান্তিপূর্ণ বিক্ষোভ সমৃদ্ধ গণতন্ত্রের বৈশিষ্ট্য’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র মনে করে উভয় পক্ষের মধ্যে যেকোন মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভারতের বাজার সম্প্রসারণ ও বেসরকারি খাতের বিনিয়োগের রাস্তা তৈরি হয় এমন পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন, ‘যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপকে স্বাগত জানায় যেটি ভারতের বাজারের সক্ষমতা বাড়াবে ও বৃহত্তর বেসরকারি বিনিয়োগকে আকর্ষিত করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বীকার করি যে শান্তিপূর্ণ বিক্ষোভ যেকোনো সমৃদ্ধ গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য এবং ভারতীয় সুপ্রিম কোর্টও একই কথা বলেছেন।’

তবে এর আগে, কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে চলমান কৃষক আন্দোলনে বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা সমর্থন জানান।

কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স এর পক্ষে বিবৃতি দিয়েছেন। এ ছাড়াও, কংগ্রেসওম্যান ইলহান ওমরও এক টুইটে ভারতে কৃষকদের পক্ষে সমর্থন জানান।

 

কৃষকদের বিক্ষোভে পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাগনি মিনা হ্যারিস বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হামলার মুখে পড়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, ভারতের নতুন কৃষি আইনগুলো কৃষিক্ষেত্রে সংস্কারের জন্য ‘একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে ওঠার সম্ভাবনা’ আছে।

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: রাজ্যসভায় হট্টগোল, ৩ আম আদমি সদস্য বহিষ্কার

কৃষক বিদ্রোহ: ৮৬ পুলিশ আহত, ১৫ মামলা

কৃষক বিদ্রোহ: ‘আমাদের বার্তা পৌঁছে দিয়েছি’

কৃষক বিদ্রোহ: দিল্লিতে সহিংস বিক্ষোভ, ট্রাক্টর উল্টে নিহত ১

কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস

কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে

কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র‌্যালির অনুমতি

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা

কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago