সঞ্জয় দত্তের দেওয়া ১০০ কোটি রুপির উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী

Sanjay Dutt and Manyata
সঞ্জয় ও মান্যতা দত্ত। ছবি: ইন্ডিয়া টিভি নিউজ থেকে নেওয়া

সারপ্রাইজ উপহার হিসেবে সঞ্জয় দত্তের দেওয়া চারটি ফ্ল্যাট ফিরিয়ে দিয়েছেন স্ত্রী মান্যতা।

গত বছরের ২৩ ডিসেম্বর স্ত্রীকে ফ্ল্যাটগুলো উপহার দিয়েছিলেন ‘খলনায়ক’-খ্যাত সঞ্জয় দত্ত। ফ্ল্যাটগুলোর বাজারমূল্য ১০০ কোটি রুপির বেশি বলে মনে করা হচ্ছে।

কিন্তু, এক সপ্তাহের মধ্যেই সেসব ফিরিয়ে দিয়েছেন মান্যতা।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা  এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রার পালি হিলসের ইম্পেরিয়াল হাইটস বিল্ডিংয়ে চারটি ফ্ল্যাট কিনেছিলেন সঞ্জয়। মুম্বাইয়ে বিলাসবহুল জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম।

মান্যতা কী কারণে এই উপহার ফিরিয়ে দিয়েছেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

সঞ্জয় দত্ত মোট তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মান্যতাকে তিনি বিয়ে করেন ২০০৮ সালে।

Comments

The Daily Star  | English
Starlink logo

Yunus approves Starlink's license in Bangladesh

Bangladesh is the second country in South Asia, after Sri Lanka, to welcome Starlink

Now