মেসির পিএসজিতে আসার বড় সুযোগ রয়েছে: দি মারিয়া

ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ক্লাবটির সঙ্গে নতুন কোনো চুক্তির ইঙ্গিতও নেই। ফলে কাতালানদের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি হওয়া অস্বাভাবিক কিছু নয়। সেক্ষেত্রে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কিছু ক্লাবের নামই আসছে। তবে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া।

বার্সেলোনায় বেশ বড় অঙ্কের বেতন পেয়ে থাকেন মেসি। তার এই উচ্চ বেতন দেওয়ার ক্ষমতা বিশ্বে খুব কম ক্লাবেরই রয়েছে। তার মধ্যে পিএসজি অন্যতম। তার উপর এ ক্লাবে খেলেন অন্যতম বন্ধু নেইমার। আছেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ দি মারিয়াও। তারা মেসিকে প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য বোঝাচ্ছেন। বিশেষকরে নেইমারের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন মেসি।

মেসি পিএসজিতে যোগ দিতে পারেন এমনটা এর আগে নেইমারও বলেছিলেন। সবমিলিয়ে তাই মেসির পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জনই চড়া। আর সে গুঞ্জন আরও বাড়িয়ে দিলেন দি মারিয়া। মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানতে চাইলে ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ' আমার মনে হচ্ছে। অনেক বড় সুযোগ রয়েছে। আমাদের শান্ত থাকতে হবে এবং জিনিসগুলো এগিয়ে যেতে দিতে হবে।'

এদিকে এ মৌসুম শেষে পিএসজির সঙ্গে দি মারিয়ার মেয়াদও ফুরচ্ছে। তবে ক্লাবটির সঙ্গে তার চুক্তি নবায়ন হওয়ার ব্যাপারে আশাবাদী এ আর্জেন্টাইন। পাশাপাশি নেইমারও ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন বলে জানান তিনি, 'আমরা এ মুহূর্তে শান্তভাবেই কথা বলছি। নেইমার অনেক তরুণ। তাই তার সঙ্গে প্রথমে কথা বলাটা খুব স্বাভাবিক। আমরা ধীরে ধীরে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা প্যারিসে সুখে আছি।'

উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে মেসির দল বদল নিয়ে বেশ নাটক হয়। বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা জানিয়েছিলেন ক্লাবকে। কিন্তু রিলিজ ক্লজের বেড়াজালে তাকে আটকে রাখেন ক্লাবটির তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। তবে নতুন মৌসুমে হয়তো নতুন দলেই দেখা যেতে পারে রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago