শীর্ষ খবর

অভিজিৎ হত্যা মামলার রায় ১৬ ফেব্রুয়ারি

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যের বিরুদ্ধে রায়ের জন্য ঢাকার একটি ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।
অভিজিৎ রায়

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যের বিরুদ্ধে রায়ের জন্য ঢাকার একটি ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে করা এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন গতকাল শেষ হয়। আজ ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায়ের তারিখ ঘোষণা করেন।

মামলার ছয় আসামি হলেন—সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন আবির, মোজাম্মেল হোসেন সায়মন, আবু সিদ্দিক সোহেল, আরাফাত রহমান সিয়াম ও শফিউর রহমান ফারাবী। এদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

এই মামলায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়সহ মামলার ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। অধ্যাপক অজয় রায় ২০১৯ সালের ৯ ডিসেম্বর মারা যান।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তারা তখন একুশে বইমেলা থেকে ফিরছিলেন।

পরদিন অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন।

হামলা থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে বন্যাও গুরুতর আহত হন। তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Comments

The Daily Star  | English

At least 76 RMG workers injured in Cumilla

At least 76 garment workers were injured when they tried to rush to exit the factory building in Chauddagram of Cumilla after a 5.6 tremor jolted the country this morning

1h ago