সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বলেন, মাইজগাঁও ও বেয়ালিবাজার এলাকার মধ্যবর্তী গুতিগাঁও এলাকায় গেলে টেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। গতকাল দিনরাত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার পর তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে। ছবি: শেখ নাসির/স্টার

তিনি জানান, তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ট্যাংকার থেকে তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে। তবে, এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে, ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago