শীর্ষ খবর

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বলেন, মাইজগাঁও ও বেয়ালিবাজার এলাকার মধ্যবর্তী গুতিগাঁও এলাকায় গেলে টেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। গতকাল দিনরাত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার পর তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে। ছবি: শেখ নাসির/স্টার

তিনি জানান, তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ট্যাংকার থেকে তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়েছে। তবে, এ ঘটনায় কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে, ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’

Comments

The Daily Star  | English
earthquake in sylhet

Magnitude 5.6 earthquake jolts Dhaka, other parts of Bangladesh

A magnitude 5.6 earthquake struck Bangladesh this morning.

1h ago