কাশিমপুর কারাগারের সেই ২ কর্মকর্তা বরখাস্ত

হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদকে কারাগারে এক নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় সিনিয়র জেল সুপার রতনা রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে অর্পিত দায়িত্ব থেকে তাদের প্রত্যাহার করা হয়েছিল।
আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল সংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। জেল সুপার ও জেলারকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপি প্রিজনকে বলা হয়েছে।’
সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘তদন্ত কমিটি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে, ঠিক তাই করা হয়েছে।’
এই ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় সিনিয়র জেল সুপার রতনা রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধা ছাড়াও ডেপুটি জেলার ও দুজন কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছিল। গত ৬ জানুয়ারি তুষার আহমদকে কারাগারে এক নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
Comments