গাজীপুরে স্যানেটারি মিস্ত্রিকে হত্যা
গাজীপুর শহরের মধ্য ছায়াবীথি এলাকায় সাদেক হোসেন (৩২) নামে এক স্যানেটারি মিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদেক হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকোড়া এলাকায়। তার বাবার নাম শাহ আলম।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসারের সঙ্গে সাদেক হোসেনের বাক-বিতন্ডা হয়েছিল। এক পর্যায়ে কাওসার তার গলায় চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন। পুলিশ কাওসারকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।’
Comments