শীর্ষ খবর
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

উদ্ধার কাজে সারা দিন লেগে যেতে পারে, তদন্ত কমিটি গঠন

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বেয়ালিবাজার এলাকার মধ্যবর্তী গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার কাজ চলছে। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বেয়ালিবাজার এলাকার মধ্যবর্তী গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেট, কুলাউড়া, ঢাকা ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে তা কেউ নিশ্চিত করতে পারেননি।

কুলাউড়া জংশনের সাবস্টেশন মেকানিক্যাল ইঞ্জিরিয়ার দুলাল চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধার কাজ শেষ হতে আজ সারা দিন লেগে যেতে পারে।’

আজ দুপুর ১২টা পর্যন্ত উল্টে পড়া ১০টির মধ্যে একটি বগি উদ্ধার করা হয়েছে। রাতেই উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছে।

আরও পড়ুন:

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

5h ago