রেফারিরা রিয়ালের পক্ষে সিদ্ধান্ত দেয়, অভিযোগ পিকের

হাঁটুর দীর্ঘমেয়াদী চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন জেরার্দ পিকে। তবে মাঠের বাইরে থেকেই তিনি উসকে দিয়েছেন বিতর্ক।
ছবি: এএফপি

হাঁটুর দীর্ঘমেয়াদী চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন জেরার্দ পিকে। তবে মাঠের বাইরে থেকেই তিনি উসকে দিয়েছেন বিতর্ক। বার্সেলোনার এই অভিজ্ঞতা ডিফেন্ডার বলেছেন, স্পেনের অধিকাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক এবং সেকারণে তারা পছন্দের ক্লাবের পক্ষে বাঁশি বাজায়।

বিশ্বকাপজয়ী তারকা পিকে যে অভিযোগ তুলেছেন, তা বেশ পুরনো। রিয়ালের সঙ্গে রেফারিদের যোগসাজশ রয়েছে, এমন বক্তব্য তিনি নিজেই দিয়েছিলেন অতীতে। তাছাড়া, কিছুদিন আগে বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানও একই সুরে কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি স্পেনের সাবেক রেফারি এদুয়ার্দো গঞ্জালেজ দাবি করেন, দেশটির বেশিরভাগ অফিসিয়াল রিয়ালের ভক্ত। হিসাব করে দেখলে অফিসিয়ালদের শতকরা ৯০ শতাংশ রিয়ালের এবং মাত্র ১০ শতাংশ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সমর্থক হবে বলেও উল্লেখ করেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে ফলাও করে ছাপা হয় ওই খবর।

বৃহস্পতিবার ইউটিউব শো ‘পোস্ট ইউনাইটেড’কে দেওয়া সাক্ষাৎকারে গঞ্জালেজের বক্তব্যের প্রতিক্রিয়ায় পিকে বলেছেন, ‘সেদিনই সাবেক এক রেফারি বলছিলেন, অধিকাংশ রেফারি রিয়াল মাদ্রিদকে সমর্থন করে। তাহলে তারা কেন মাদ্রিদের পক্ষে বাঁশি বাজাবে না? এমনকি অবচেতনভাবে হলেও তারা এক দলের পক্ষে কি অন্য দলের চেয়ে বেশি সিদ্ধান্ত দিবে না?’

‘আমি রেফারিদের পেশাদারিত্বকে সম্মান করি এবং এটাও জানি, তারা নিজেদের কাজের ক্ষেত্রে সর্বোচ্চটাই চেষ্টা করেন। কিন্তু যখন দোটানায় পড়ার মতো মুহূর্ত আসবে…,’ কথা শেষ না করলেও পিকে কী ইঙ্গিত করতে চেয়েছেন, তা বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয় ফুটবলপ্রেমী ও ক্লাব দুটির ভক্তদের।

Comments

The Daily Star  | English

Mob justice is just murder

Sadly, when one lynching can be said to be more barbaric than another, it can only indicate the level of depravity of some our university students

2h ago