৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে
চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্য ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে এবং এবারের আয়োজনে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানান, কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে এখনও উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়নি বলে গতকাল জানিয়েছে প্রকাশক ও পুস্তক বিক্রেতা গিল্ডের আয়োজকরা।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বছর পূর্তি উপলক্ষে যেহেতু ২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালন করা হচ্ছে, সেহেতু এবারের বইমেলার থিম দেশ হচ্ছে বাংলাদেশ।
আয়োজকরা বলছেন, মেলার পুরো সময় জুড়ে কোভিড-১৯ প্রটোকল মেনে চলা হবে এবং বর্ষা মৌসুমের কারণে বইপ্রেমীদের সমস্যা লাগবে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার বাংলাদেশ থেকে অধিক সংখ্যক প্রকাশক মেলায় অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
Comments