যমুনায় ধরা পড়ল ১৪ কেজির পাঙ্গাস, ১৬ হাজার টাকায় বিক্রি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদী থেকে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরেছেন এক জেলে। আজ শুক্রবার সকালে স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
উপজেলার গোবিন্দাসী এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন বাবু সকালে স্থানীয় জেলে মোহাম্মদ শাহীনের কাছ থেকে মাছটি কিনে নেন।
শাহাদাত জানান, এত বড় পাঙ্গাস মাছ তিনি আগে দেখেননি।
তিনি বলেন, ‘বেশ কয়েকজন ক্রেতা মাছটির দাম হেঁকেছিলেন। পরে আমি মাছটি ১৬ হাজার কিনে কয়েকজনের সঙ্গে ভাগ করে নিয়েছি।’
উপজেলার গাবসারা ইউনিয়নের কালীপুর গ্রামের জেলে শাহীন জানান, বৃহস্পতিবার রাতে যমুনা নদীতে তার জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে বিক্রির জন্য মাছটি গোবিন্দাসী বাজারে নিয়ে যান তিনি।
তিনি বলেন, ‘এতো বড় পাঙ্গাস মাছ বহু বছর পর এ এলাকায় ধরা পড়ল।’
গত বছর দীর্ঘ বন্যার পর যমুনায় জেলেদের জালে বড় মাছ ধরা পড়ায় তারা বেশ খুশি। এবার নদীতে প্রচুর বড় বোয়াল পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন জেলেরা।
Comments