ভোমরা স্থলবন্দরে ১৪০৭ বস্তা ভারতীয় শ্যামা চাল জব্দ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের এক হাজার ৪০৭ বস্তা শ্যামা চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের ওজন ৮৭ মেট্রিক টন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে এসব চাল জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কনিষ্ঠ মাঠ কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের সহযোগিতায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ভারতীয় ট্রাক ভর্তি এসব চাল জব্দ করা হয়। এগুলো বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত করে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
তিনি আরও জানান, সি অ্যান্ড এফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরার মেসার্স পলাশ ট্রেডার্স এসব চাল আমদানী করেছে।
সাতক্ষীরার ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এক হাজার ৪৫০ বস্তা জব্দকৃত চাল পরীক্ষা করা হয়। এরমধ্যে এক হাজার ৪০৭ বস্তা শ্যামা চাল। বাকি ৪৩ বস্তা ঘোষণা দেওয়া নন বাসমতি চাল।
Comments