আইপিএল নিলাম: সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় সাকিব

shakib ipl
ছবি: ফিরোজ আহমেদ

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা শেষে পরের আসরে তার অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে বাংলাদেশের এই বাঁহাতি তারকা অলরাউন্ডারকে আগে পেতে হবে দল। সে লক্ষ্যে তিনি প্রাথমিক করণীয় অর্থাৎ নিলামের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। তাকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের ১১ জনের তালিকায়।

গত বৃহস্পতিবার শেষ হয় আইপিএলের ১৪তম আসরের নিলামের জন্য নিবন্ধনের সময়সীমা। পরদিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির কর্তৃপক্ষ জানায়, নিবন্ধন করেছেন ১ হাজার ৯৭ জন খেলোয়াড়। তাদের মধ্যে ভারতীয় খেলোয়াড় ৮১৪ জন এবং অন্যান্য দেশের ২৮৩ জন। তবে সাকিবসহ বাংলাদেশের মাত্র পাঁচ ক্রিকেটার থাকছেন নিলামে। বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে সর্বোচ্চ ৫৬ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন।

সাকিবের ভিত্তি মূল্য রাখা হয়েছে দুই কোটি রূপি, যা আইপিএলের সর্বোচ্চ। তার সঙ্গে এই তালিকায় আছেন হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।

আইপিএলে এখন পর্যন্ত মোট আট আসরে খেলেছেন সাকিব- কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয়বার ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুবার। সবমিলিয়ে ৬৩ ম্যাচে ২১.৩১ গড়ে তার সংগ্রহ ৭৪৬ রান এবং ২৮.০০ গড়ে তার শিকার ৫৯ উইকেট। সানরাইজার্সের সঙ্গে তার চুক্তি ছিল ২০২০ সাল পর্যন্ত। তবে সাকিব খেলতে না পারায় সেবার তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের নিলাম। সর্বোচ্চ ৬১ ক্রিকেটার দল পেতে পারেন। এদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ২২ জন।

Comments

The Daily Star  | English

Trump says Iran has 'maximum' two weeks, dismisses Europe peace efforts

Israel's war with Iran entered its second week on Friday with the Israeli military chief warning of a "prolonged campaign"

34m ago