খুলনায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১
খুলনার তেরখাদা উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোররাত ৩টার দিকে উপজেলার বারাসাত ইউনিয়নের আড়ফাঙ্গাসিয়া গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে তিনি আহত হয়েছিলেন।
খুলনার তেরখাদা উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোররাত ৩টার দিকে উপজেলার বারাসাত ইউনিয়নের আড়ফাঙ্গাসিয়া গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে তিনি আহত হয়েছিলেন।
জামাল শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত রাতে আড়ফাঙ্গাসিয়া গ্রামের শিক্ষক কাজী আব্দুলার বাড়িতে ডাকাত দল হামলা চালায়। সে সময় কাজী আব্দুলাহর স্ত্রী শাহনাজ ফোন করে জামাল শেখকে ডেকে নেন। ডাকাতের হাত থেকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আহত হন। এক পর্যায়ে হৈ চৈ শুরু হলে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে জামাল মারা যান।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
Comments