মিয়ানমারে এবার ইন্টারনেট বন্ধ
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে প্রতিবাদের মুখে ইন্টারনেট বন্ধ করেছে দেশটির সামরিক জান্তা। আজ শনিবার বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ ঘোষণার পর মিয়ানমারজুড়ে ইন্টারনেট সংযোগ বিছিন্ন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে জান্তাবিরোধী ক্ষোভ দিন দিন জোরালো হচ্ছে। পুরো সপ্তাহজুড়েই মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে অভিনব কায়দায় সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা কর্মবিরতি ঘোষণা দেন।
আজ গণতন্ত্র পুনরুদ্ধার ও অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তির দাবিতে ইয়াঙ্গুনের সড়কগুলোতে হাজারো মানুষের জমায়েত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে’ ব্যানারে ওই বিক্ষোভ মিছিলে ‘সামরিক একনায়ক ব্যর্থ হোক, গণতন্ত্রের জয় হোক’ স্লোগান দেওয়া হয়।
Comments