১০০৫ কেন্দ্রে টিকাদান শুরু কাল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম আজ সংবাদ সম্মেলনে আগামীকাল রবিবার দেশের ১০০৫টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরুর কথা জানান। ছবি: মওদুদ আহম্মেদ সুজন

দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে টিকা দেওয়ার মাধ্যমে আগামীকাল শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামীকাল সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেবেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে।

এছাড়া, দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেওয়া হবে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করবে।

আজ বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago