আল জাজিরার ষড়যন্ত্রের উৎস দেশের মাটিতেই: পরিকল্পনামন্ত্রী

Planning_Minister_22Jan21.jpg
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা একটা ষড়যন্ত্রের অংশ। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই ষড়যন্ত্রের উৎস দেশের মাটিতেই আছে।

আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে নানাদিক থেকে যোগাড়যন্ত্র করে কাটপেস্ট, এডিটিং করে এই রিপোর্ট করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন যে পর্যায়ে গেছে সেই পর্যায়ে অনেক ধরনের শত্রু আছে। আলজাজিরা কোনো দেশ না, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই। একটা তেল কোম্পানি, তথ্য কোম্পানি। তারা কেন আমাদের দেশকে বেছে নিলো? এর উৎস দেশের মাটিতেই।

আল জাজিরার প্রতিবেদনটিকে 'সামান্য আঁচড়' আখ্যা দিয়ে তিনি বলেন, আজ জাতি হিসেবে আমাদের যে পরিচয় সামান্য আঁচড় দিয়ে ক্ষতি করতে পারবে না। সারাদেশে, গ্রামে এই রিপোর্ট নিয়ে কারো মাথাব্যথা নেই। শহরে দুই-তিন শতাংশ মানুষ এটা নিয়ে লাফালাফি করছে।

তিনি বলেন, দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি ২৪/২৫ বছর আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, পারেনি। যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা বিলীন হয়ে গেছে।

 

আরও পড়ুন:

​বিশ্বাসযোগ্য অভিযোগের তদন্ত করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘকে বাংলাদেশের কাছে ব্যাখ্যা চাওয়ার আহ্বান ৭ মানবাধিকার সংস্থার

বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি জানিয়েছে বিএফইউজে

আল জাজিরার প্রতিবেদন, সরকারের প্রতিক্রিয়া এবং আমাদের সাংবাদিকতা

সব দেখেছি, শুনেছি: আমরা কী করব?

 আল-জাজিরার প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: বাংলাদেশ সরকার

আলজাজিরায় প্রচারিত ‘All the Prime Minister’s Men’ শীর্ষক সংবাদের প্রতিবাদলিপি

আল জাজিরার প্রতিবেদন ও কয়েকটি কথা

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago