অস্কারে ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত বিদ্যা বালানের সিনেমা
চলতি বছর অস্কারে ‘বেস্ট শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘নটখট’। এই সিনেমাটি লিঙ্গবৈষম্যের ওপর নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন শান ব্যাসে।
আজ শনিবার ভারতের গণমাধ্যম জিনিউজ এ তথ্য জানিয়েছে।
বিদ্যা বালান টুইট করেন, ‘অস্কার মনোনয়নের খবরে আমি দারুণভাবে উচ্ছ্বসিত। অস্কারে মনোনয়ন অবশ্যই আমার জন্য বাড়তি অনুপ্রেরণা।’
#Natkhat is in the race for the #Oscars2021! Here is a snippet from our special film.@mesopystic @RonnieScrewvala @SanayaIZohrabi @RSVPMovies @FontOfThinking pic.twitter.com/j68MNujirq
— vidya balan (@vidya_balan) February 4, 2021
‘নটখট’ সিনেমাটিতে বিদ্যা বালান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সানিকা। মুক্তির পর থেকেই ‘নটখট’ ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
Comments