কত দূর যাওয়া যায় দেখবে উইন্ডিজ

ছবি: ফিরোজ আহমেদ

ম্যাচ জিততে হলে এখনো করতে হবে ২৮৫ রান। ড্র করতে হলে বাকি ৭ উইকেট নিয়ে টিকতে হবে তিন সেশন। স্পিনাররা সহায়তা পাচ্ছেন, বল আচমকা নিচু হচ্ছে, মিলছে টার্ন। পরিস্থিতি, প্রেক্ষাপট, সামর্থ্য আর বাস্তবতা মিলিয়ে কাজটা ভীষণ রকম কঠিন।

বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ক্রিজে আছেন এনক্রুমা বোনার আর কাইল মায়ার্স। ব্যাট করতে বাকি জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডি সিলভাদের।

এই অবস্থা থেকে কি ফল আশা করতে পারে তারা? ম্যাচ জিততে হলে রান করতে হবে ওভারপ্রতি তিনের বেশি। পঞ্চম দিনের উইকেটে তা করতে গেলে টিকে থাকা হবে মুশকিল। আবার কেবল টিকে থাকতে গেলেও কমবে না বিপদের সম্ভাবনা।

চতুর্থ দিন শেষে অফ স্পিনার রাহকিম কর্নওয়াল জানালেন দলের চিন্তা ভাবনা, ‘থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান ক্রিজে আছে। কাল তারা শুরু করবে। প্রথম ঘন্টা তাই খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রথম ঘন্টা কোন বিপর্যয় ছাড়া পার করে দিতে পারি তাহলে সেশন বাই সেশন এগিয়ে যাব। তারপর দেখব কি হয়।’

‘আমার মনে হয় পঞ্চম দিন ব্যাট করার জন্য এটা ভাল উইকেট।’

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শুরুতে ১ রানেই ২ উইকেট নিয়েছিলেন রাহকিম। কিন্তু পরে নিতে পেরেছেন আর ১ উইকেট। বাকিরাও পরে রাখেন অবদান। বড় লিড হয়ে যাওয়ায় ২২৩ রানে ৮ উইকেট তুলে ইনিংস ছেড়ে দেয় বাংলাদেশ।  রাহকিম জানালেন, বোলিং তাদের ঠিক ঠাক। এবার চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাটিংয়ে, ‘সবাই ভাল বল করেছে। কেউ আলাদা কিছু না। ভাল জায়গায় বল ফেলেছে। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে, নিশ্চিত করতে হবে সামর্থ্যের সেরাটা দিয়ে যেন আমরা ব্যাট করতে পারি।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago