চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৩ ভারতীয় আটক
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম থেকে তিন ভারতীয় নাগরিককে সন্দেহজনক আচরণ ও ঘোরাফেরার দায়ে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।
আজ শনিবার গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খেলা চলাকালীন সন্দেহজনক আচরণে একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেয়ে স্টেডিয়াম থেকে তিন ভারতীয় নাগরিকদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘করোনার কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ হলেও এরা বিশেষ টিকেট নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ব্যবসায়িক কাজে চট্টগ্রামে এসেছেন। তবে, প্রবেশ নিষিদ্ধ হলেও কীভাবে তারা স্টেডিয়ামে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তারা কোনো জুয়াড়ি দলের সঙ্গে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে।’
আটককৃতরা হলেন- চৈতন্য শর্মা, সুনীল কুমার এবং সানী সাংগু। এদের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
Comments