হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রামোস

স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরতে অন্তত ছয় থেকে দশ সপ্তাহ সময় লাগবে রামোসের।
ramos injury
ছবি: টুইটার

সার্জিও রামোসের বাম হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করানো হয়েছে। ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

শনিবারই চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে রামোসকে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরতে অন্তত ছয় থেকে দশ সপ্তাহ সময় লাগবে রামোসের। ফুটবল এস্পানার প্রতিবেদন অনুসারে, এই তারকা ডিফেন্ডারকে ছয় থেকে সাত সপ্তাহ কাটাতে হবে মাঠের বাইরে। অর্থাৎ যেটাই হোক না কেন, আগামী এপ্রিলের আগে তাকে পাওয়ার সম্ভাবনা নেই রিয়ালের।

চোটের কারণে লস ব্লাঙ্কোসদের শেষ তিনটি ম্যাচে খেলা হয়নি স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা রামোসের। গত বুধ ও বৃহস্পতিবার অবশ্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন তিনি। তবে শুক্রবার ফের ব্যথা বাড়ায় বিশ্রামে থাকতে হয় তাকে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারের কোনো বিকল্প ছিল না।

মূলত গত বছরের শেষদিকে স্পেনের হয়ে জার্মানির বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে চোট পান রামোস। সেটা বয়েই ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে গত মাসের মাঝামাঝি সময়ে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর আর মাঠে নামেননি তিনি।

আগামী ২৫ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। ফিরতি লেগ হবে ২৫ মার্চ। এই দুটি ম্যাচের পাশাপাশি লা লিগার আসন্ন আটটি ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে রিয়ালের।

লিগের ফিরতি এল ক্লাসিকোতে আগামী ১১ এপ্রিল বার্সেলোনাকে মোকাবিলা করবে রিয়াল। ধারণা করা হচ্ছে, ওই ম্যাচে খেলতে পারেন রামোস।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago