বিএসএমএমইউ’তে পৌনে ৩ ঘণ্টায় টিকা নিলেন ঢাবি ভিসিসহ ৪০০ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌনে তিন ঘণ্টায় চার শ জন টিকা নিয়েছেন। বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরুর পরে দুপুর পৌনে ১২টা পর্যন্ত চার শ জন টিকা নিয়েছেন। আমাদের লক্ষ্য প্রথম দিনে ১২ শ জনকে টিকা দেওয়া। আশা করছি, দুপুর ২টার মধ্যে ছয় থেকে সাত শ জনকে টিকা দেওয়া সম্ভব হবে।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ছবি: স্টার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌনে তিন ঘণ্টায় চার শ জন টিকা নিয়েছেন। বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরুর পরে দুপুর পৌনে ১২টা পর্যন্ত চার শ জন টিকা নিয়েছেন। আমাদের লক্ষ্য প্রথম দিনে ১২ শ জনকে টিকা দেওয়া। আশা করছি, দুপুর ২টার মধ্যে ছয় থেকে সাত শ জনকে টিকা দেওয়া সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আটটি বুথে দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হবে। নিবন্ধন করে কেউ না এলে আমরা সেটা পরে সমন্বয় করবো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বুথে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। যারা আগেই রেজিস্ট্রেশন করে এপয়েন্টমেন্টেরর কাগজ প্রিন্ট করে নিয়ে এসেছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোনো কাগজপত্র আনেননি এবং যারা আগে রেজিস্ট্রেশন করেননি। এ রকম ২০ থেকে ২৫ জনকে আমরা টিকা দিয়েছি। তবে এটা একটু কঠিন কাজ। কারণ প্রত্যেকটা স্পট রেজিস্ট্রেশনের জন্য মন্ত্রণালয়ে আমাদের যোগাযোগ করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, কারণ ক্যাটাগরি মিলছে না। ৫৫ বয়সের বেশি এবং পেশাজীবীর তালিকা ছাড়া এখন টিকা দেওয়া যাচ্ছে না।’

বিএসএমএমইউ সূত্র জানায়, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, সহউপাচার্য মুহাম্মদ সামাদ ও এএসএম মাকসুদ কামাল এবং হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি— বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি কাজী জিনাত হক টিকা নিয়েছেন।

টিকা নেওয়া শেষে অধ্যাপক আখতারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া, বিএসএমএমইউ এর চিকিৎসক ও প্রথমসারির কর্মীরা টিকা নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago