চলে গেলেন ‘স্বামী কেন আসামী’র পরিচালক

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন আজ রোববার সকাল ৬টার দিকে মারা গেছেন।
তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা।
মনোয়ার খোকন ৯০ দশকের আলোচিত চলচ্চিত্র পরিচালক। তার পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে— ‘সংসারের সুখ দুঃখ’, ‘মেয়েরাও মানুষ’, ‘লক্ষ্মীর সংসার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, 'স্বপ্নের পুরুষ’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ও ‘পাওয়ার’।
মনোয়ার খোকনের পরিচালনায় 'স্বামী কেন আসামী’ ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়ে সাত কোটি টাকা বেশি ব্যবসা করেছিল।
Comments