সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মা ও ২ সন্তানের

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বহনকারী অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বহনকারী অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর কালাচাঁন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, ‘স্কুলশিক্ষক রুনি দুই সন্তানকে নিয়ে সিরাজগঞ্জ শহরে যেতে আজ দুপুরে বাড়ি থেক বের হন। রিকশা করে তারা এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে একটি বাস একটি ট্রাককে ওভারটেক করে। এ সময় বাসটি  অটোরিকশাকে চাপা দিলে রিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুনী তার ছেলের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘পরে স্থানীয়রা রিকশাচালক চালকসহ ওই নারীর কন্যা সায়েবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ঘটনায় নিহত রুনি খাতুন (৩০) সরিাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তিনি বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার ছেলে আদি (১২) সবুজ কানন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং কন্যা সায়েবা শহীদ মডেল স্কুলের নার্সারির শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago