শিশু ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগে শিশু সন্তানকে ধর্ষণের মামলায় বাবা আক্তার সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এই রায় দেন।
একইসঙ্গে আক্তার সর্দারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুসারে, ২০১৮ সালের ১৫ এপ্রিল শিশু সন্তানকে ধর্ষণ করেন আক্তার সর্দার। এ ঘটনায় ওই বছর ৩ মে হাজারীবাগ থানায় আক্তার সর্দারের বিরুদ্ধে মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার তদন্তকালে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আক্তার। ওই বছর ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ৩ এপ্রিল আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
Comments