মুন্সিগঞ্জে বলাৎকারের অভিযোগে আটক ১
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বলাৎকারের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মাদ্রাসা ছাত্রকে (১৮) আজ রবিবার রাতে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত বুধবার রাতে ১১ বছরের ছাত্রকে ডেকে নিয়ে মাদ্রাসার ছাদে বলাৎকার করে অভিযুক্ত। অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার দুই শিক্ষক ছাত্রটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়া হলেও পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনা গোপন রাখেন ওই শিক্ষকেরা। আজ ছাত্রটি তার মাকে জানালে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান মা।
Comments