মানিকগঞ্জে বলাৎকারের অভিযোগে কারাগারে ১

মানিকগঞ্জের সিংগাইরে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বিকেলে মানিকগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহান অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পরিদর্শক হাবিবুল্লাহ সরকার বলেন, ভুক্তভুগী দুই শিক্ষার্থীর একজনের বাবা গতকাল সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২১ ও ২৮ জানুয়ারি দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন অভিযুক্ত। পরে এলাকাবাসী ও চেয়ারম্যানের সহায়তায় গ্রেপ্তার করা হয় শিক্ষককে।
Comments