কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশিট

কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে গত ২৫ ডিসেম্বর জামিনে মুক্তি পান ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ছবি: সংগৃহীত

ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় করা মামলায় চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত সূত্র জানায়, গতকাল রবিবার পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, কাজলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাকে বিচারের আওতায় আনা উচিত।

বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী গত বছর হাজারীবাগ থানায় ১০ মার্চ কাজলের বিরুদ্ধে এ মামলা করেন। পরে, গত বছরের ১৪ মে কাজলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ জুন তাকে তিন দিনের রিমান্ডে দেওয়া হয়।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বিরুদ্ধে ১০ মার্চ একই আইনে শেরেবাংলা নগর থানায় আরেকটি মামলা করলে, ২৩ জুন ওই মামলায়ও কাজলকে গ্রেপ্তার দেখানো হয়।

১১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য সুমাইয়া চৌধুরী বন্যার কামরাঙ্গীর চর থানায় করা অপর একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে, শেরে বাংলা নগর ও কামরাঙ্গীর চর থানার মামলা দুটির তদন্তকারীরা এখনও কোনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি।

২০২০ সালের ৩ মে নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর বেনাপোল সীমান্তের কাছাকাছি বর্ডার গার্ড বাংলাদেশ কাজলকে খুঁজে পাওয়ার পর, অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে গ্রেপ্তার করে। তবে, যশোরের একটি আদালত তাকে ওই মামলায় জামিন দেয়।

সেদিন আদালতে পুলিশ জানায়, কাজলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আরও তিনটি মামলা আছে। তখন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কাজলকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর আদালত তাকে যশোর কারাগারে পাঠান এবং পরে তাকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়।

হাইকোর্ট পৃথকভাবে তিন মামলায় কাজলের জামিন মঞ্জুর করলে, গত বছর ২৫ ডিসেম্বর কাজলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন-

অবশেষে কারামুক্ত সাংবাদিক কাজল

সব মামলায় সাংবাদিক কাজলের জামিন, মুক্তিতে বাধা নেই

দু’একদিনের মধ্যে মুক্তি পেতে পারেন সাংবাদিক কাজল

জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাংবাদিক কাজল

সাংবাদিক কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা

অনুপ্রবেশের মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে সাংবাদিক কাজল

নিখোঁজ সাংবাদিক কাজল এখন বেনাপোল থানা হেফাজতে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি সাংবাদিক কাজল ৩ দিন ধরে নিখোঁজ

‘তোমার জন্য অপেক্ষা করছি’ বাবার উদ্দেশে ছেলের চিঠি

নিখোঁজ সাংবাদিক: মামলা নিতে ২ থানার লুকোচুরি

পুলিশ তদন্ত শুরুর পর সাংবাদিক কাজলকে অনুসরণ করা হচ্ছিল: অ্যামনেস্টি

সাংবাদিক কাজলকে নিয়ে এইচআরওর উদ্বেগ, দ্রুত খুঁজে বের করার তাগিদ

পিঠমোড়া করে হাতকড়ায় বাঁধা ক্যামেরাশিল্পী

বাবার জন্য, মুক্তির জন্য

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago