ভোট কারচুপি করে জিতেছিলেন সু চি: মিয়ানমারের সেনাপ্রধান
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি অভ্যুত্থানের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছেন।
বক্তব্যে জেনারেল মিন বলেন, কারচুপি করে গত নভেম্বরে নির্বাচনে অং সান সু চির দল বিপুল ভোটে জয় পেয়েছে।
নির্বাচনে জালিয়াতির কারণে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে উল্লেখ করে বক্তব্যে তিনি নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দেন।
রয়টার্স জানায়, জেনারেল মিন তার পুরনো বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি আগের সামরিক শাসনের চেয়ে পৃথক ‘সঠিক ও সুশৃঙ্খল’ গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। নির্বাচন কমিটি সংস্কার করার কথাও বলেন তিনি।
জান্তা সরকারের প্রধান বলেন, করোনা মহামারিকে অজুহাত হিসেবে ব্যবহার করে এই কমিটি সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণার সুযোগ দেয়নি।
কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তোলার পর গত সপ্তাহে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সু চি সহ তার দল এনএলডির শীর্ষ নেতাদের আটক করে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
অভ্যুত্থানের বিরোধিতা করে দেশটিতে আজ তৃতীয় দিনের মতো তীব্র বিক্ষোভ হয়েছে।
জেনারেলের আজকের বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিতে দেখা যায় যে লোকেরা টেলিভিশনের সামনে হাঁড়ি ও কলসি বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
বিবিসি জানায়, সোমবার সকালে দেশটির রাজধানী নেপিডোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। মান্দালয় ও ইয়াংগুনেও বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বিক্ষোভকারীদের মধ্যে শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা ও সরকারি কর্মচারীরাও ছিলেন।
Comments