মেডিকেল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, ডেন্টালের ৩০ এপ্রিল
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর, বিডিএস কোর্সের ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল।
আজ সোমবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এমবিবিএস কোর্সে ভর্তির বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
এতে বলা হয়, মেডিকেলে ভর্তি হতে আগ্রহীরা আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটের (www.dghs.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন। ১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও এতে জানানো হয়।
উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া, আরো ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও আট হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।
Comments