৩৯ বছর পর ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’র আসল তথ্য

প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি সবার কাছে পৌঁছে গিয়েছে। গান প্রকাশের ৩৯ বছর পর বেরিয়ে এলো এর আসল তথ্য।

এটি ছিল জহিরুল হক পরিচালিত ‘প্রাণ সজনী’ ছবির গান। এর সুরকার ও সংগীত পরিচালক ছিলেন আলম খান।

গীতিকার হিসেবে এতদিন লেখা থাকতো মনিরুজ্জামান মনিরের নাম। কিন্তু, এ গানের আসল গীতিকার হচ্ছেন সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। প্রয়াত এই শিল্পী-গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কপিরাইট অফিস এ সিদ্ধান্ত দিয়েছে।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর এক আবেদনের মাধ্যমে আমরা জানি, “ডাক দিয়াছেন দয়াল আমারে” গানটির গীতিকার সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। তিনি তথ্যপ্রমাণ দিয়ে জানিয়েছেন, গানটি আসাদউদ্দৌলা শিরাজীর মাজারে দীর্ঘদিন থেকে পরিবেশিত হয়ে আসছে। গানটি ১৯৬৫ সালে প্রকাশিত একটি গ্রন্থেও রয়েছে।’

সম্প্রতি, একটি ইউটিউব চ্যানেলে এ গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম উল্লেখ থাকার বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানিয়েছেন তিনি।

বলেছেন, ‘এ বিষয়ে মনিরুজ্জামান মনিরের কাছে কপিরাইট অফিস ব্যাখ্যা চাইলে তিনি জানিয়েছেন, তিনি এ গানের গীতিকার হিসেবে দাবি করেন না। সুরকার আলম খানও মনিরুজ্জামানের পক্ষে কোনো বক্তব্য দেননি।’

‘এর পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিস “ডাক দিয়াছেন দয়াল আমারে” গানের গীতিকার হিসেবে সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে স্বীকৃতি দিয়ে কপিরাইট সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে আছে। তার মেয়ে বিদেশে থাকায় নিতে আসেননি। এলেই দিয়ে দেব,’ যোগ করেন তিনি।

এন্ড্রু কিশোর চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন ১৯৭৭ সালে। তার দুই বছর পর ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি গেয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago